Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০১৯

হাইডোকার্বন পরিচিতি

পটভূমিঃ

 

জ্বালানি খাতে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রমে পরামর্শ প্রদান, দেশী ও বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ উৎসাহিতকরণ এবং তাঁদের কার্যক্রম তত্ত্বাবধানের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং রাজকীয় নরওয়ে সরকারের আর্থিক সহায়তায় প্রণীত ২টি সমীক্ষা প্রতিবেদনে হাইড্রোকার্বন ইউনিটকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের Technical Arm/কারিগরী ইউনিট হিসেবে সৃজনের সুপারিশ করে। এ লক্ষ্যে রাজকীয় নরওয়ে সরকারের আর্থিক অনুদান এবং Norwegian Petroleum Directorate (NPD) এর কারিগরী সহায়তায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে উন্নয়ন প্রকল্প হিসেবে হাইড্রোকার্বন ইউনিটের প্রথম পর্যায়ের কর্মকান্ড [Strengthening of the Hydrocarbon Unit (Phase-I)] বিগত জুলাই ১৯৯৯-এ শুরু হয়ে মার্চ ২০০৬ পর্যন্ত চলে। প্রথম প্রর্যায়ের কর্মকান্ড সফল সমাপ্তির পর নরওয়ে সরকারের আগ্রহ এবং আর্থিক অনুদানে হাইড্রোকার্বন ইউনিট দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হিসেবে [Strengthening of the Hydrocarbon Unit (Phase-II)] পুনরায় এপ্রিল ২০০৬ হতে কার্যক্রম শুরু করে যা ডিসেম্বর ২০১৩ পর্যন্ত চলে। তবে দ্বিতীয় পর্যায় প্রকল্পের এ আর্থিক অনুদান এশীয় উন্নয়ন ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অপরদিকে, সরকার বিগত ১৫ জুন ২০০৮ সালে হাইড্রোকার্বন ইউনিট-কে একটি স্থায়ী কাঠামো হিসেবে রূপদান করে। এ ধারাবাহিকতায় হাইড্রোকার্বন ইউনিটে জনবল নিয়োগের বিধিমালা চূড়ান্ত করা হয় এবং গত ২২ জুলাই ২০১৩ তারিখে বিধিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়। তারপর ০১ জানুয়ারি ২০১৪ সাল হতে হাইড্রোকার্বন ইউনিট রাজস্ব বাজেটে পরিচালিত হচ্ছে।

 

হাইড্রোকার্বন ইউনিট-এর অনুমোদিত জনবলের সারসংক্ষেপঃ

 

ক্রমিক নং

পদের নাম

বেতন স্কেল

(২০১৫ অনুযায়ী)

পদসংখ্যা

১।

মহাপরিচালক

৫৬৫০০-৭৪৪০০/-

২।

পরিচালক

৪৩০০০-৬৯৮৫০/-

৩।

উপ-পরিচালক

৩৫৫০০-৬৭০১০/-

৪।

সহকারী পরিচালক

২২০০০-৫৩০৬০/-

৫।

সিনিয়র কম্পিউটার অপারেটর

২২০০০-৫৩০৬০/-

৬।

প্রশাসনিক কর্মকর্তা

১৬০০০-৩৮৬৪০/-

৭।

হিসাবরক্ষণ কর্মকর্তা

১৬০০০-৩৮৬৪০/-

৮।

কম্পিউটার অপারেটর

১১০০০-২৬৫৯০/-

৯।

সহকারী (হিসাব)

৯৩০০-২২৪৯০/-

১০।

গাড়ীচালক

৯৩০০-২২৪৯০/-

চতুর্থ শ্রেণী (Out Sourcing)

১১।

বার্তাবাহক

১৫৫৫০/- (সাকুল্য বেতন)

১২।

অফিস সহায়ক

১৫৫৫০/- (সাকুল্য বেতন)

১৩।

নিরাপত্তা প্রহরী

১৫৫৫০/- (সাকুল্য বেতন)

১৪।

পরিচ্ছন্নতা কর্মী

১৫৫৫০/- (সাকুল্য বেতন)

 

মোট

৩৬

 

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের কারিগরি সহায়ক শক্তি হিসেবে হাইড্রোকার্বন ইউনিট চাহিদানুযায়ী জাতীয় জ্বালানী নীতি হালনাগাদ ও যুগোপযোগীকরণের লক্ষ্যে সভায় অংশগ্রহণ, খসড়া কয়লানীতি চূড়ান্তকরণ বিষয়ে সভায় অংশগ্রহণসহ উৎপাদন বন্টন চুক্তিসমূহ, গ্যাস চাহিদা, গ্যাস ক্ষেত্র উন্নয়ন, গ্যাস সেক্টরের ভবিষ্যত পরিকল্পনা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ক নীতিমালা প্রণয়নে সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রদান করে আসছে।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon